
মঙ্গলবার রাত ১২টার দিকে মামলাগুলো দায়ের করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক(এসআই) প্রদীপ কুমার।
এ ঘটনাকে ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুরের বিশিষ্টজনরা।
বিনা উসকানিতে গুলিবর্ষণ করে দু’জন হত্যা করে আবার মিছিলকারীদের বিরুদ্ধে মামলাকে হাস্যকর হিসেবে দেখছেন তারা।
তারা বলছেন, এ ধরণের মামলার কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি জনগণের আস্থা কমবে।
মামলায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা কাওসার ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ মামলার কথা স্বীকার করে বলেন, একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।