চাঁদপুর: ১৮ দলের মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় ছাত্রশিবিরের ১০ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত সাড়ে তিনশ’ জনকে আসামি করে দুইটি মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে মামলাগুলো দায়ের করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক(এসআই) প্রদীপ কুমার।
এ ঘটনাকে ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুরের বিশিষ্টজনরা।
বিনা উসকানিতে গুলিবর্ষণ করে দু’জন হত্যা করে আবার মিছিলকারীদের বিরুদ্ধে মামলাকে হাস্যকর হিসেবে দেখছেন তারা।
তারা বলছেন, এ ধরণের মামলার কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি জনগণের আস্থা কমবে।
মামলায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা কাওসার ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ মামলার কথা স্বীকার করে বলেন, একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।