ঢাকা: বানোয়াট রিপোর্ট করার অভিযোগে দৈনিক ‘যুগান্তর’ ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
সোমবার দুপুর ১২টার দিকে প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেনের আদালতে এ মামলা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। বেলা ১টার দিকে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।