ধোঁয়ার সঙ্গ ছাড়লেই মিলবে ক্যান্সার থেকে মুক্তি এতদিন এমনটাই জানা ছিল। কিন্তু ইউএস প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্কফোর্স বলছে অন্য কথা। পনেরো বছর আগে যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তারা এখনও ক্যান্সার হওয়ার আশঙ্কার বাইরে নন। ৫৫ থেকে ৮০ বছর বয়সের যেসব মানুষ ৩০ বছর ধরে নিয়মিত দিনে এক প্যাকেট করে সিগারেট খেয়ে এসেছেন তাদের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা যথেষ্ট। জার্নাল অব থরেসিক অঙ্কোলজিতে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, এমনকি ১৫ বছর আগে ধূমপান ছেড়ে দিলেও তারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির বাইরে নন। এই রিপোর্ট অনুযায়ী, নিয়মিত যারা ধূমপান করেন অথবা ছেড়ে দিয়েছেন এমন মানুষদের তুলনায় এই ধরনের লোকদের ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি।