ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে বিনিয়োগকারী পরিচয়ে ১৫-২০ জনের একটি দল অর্থসূচকের অফিসে গিয়ে এ হুমকি দেন।
মঙ্গলবার রাতে সরকারি এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে `জ্বালানি তেলের দাম ব্যাপক হারে কমিয়েছে সরকার` শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় অর্থসূচকে। সরকারের ওই সিদ্ধান্তে শেয়ারবাজারে প্রভাব পড়ে।তেল পরিশোধনে যুক্ত সিভিও পেট্রোক্যামি্ক্যাল ও শাহাজীবাজার পাওয়ার কোম্পানির শেয়ারের দাম অনেক কমে যায়।
বুধবার দুপুরে এই খবরের সোর্স নিয়ে প্রশ্ন তুলে মামলার হুমকি দেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি। তিনি নিজেকে বিনিয়োগকারী পরিচয় দেন।এরপর বিকেলে হঠাৎ ১৫-২০ জন লোক নিজেদের শেয়ারবাজারে বিনিয়োগকারী দাবি করে জোর করে অফিসে ঢুকে পড়েন।সম্পাদক কোথায়, ভুয়া নিউজ কেন করছে- উচ্চ স্বরে এসব বলতে থাকেন তারা। সরকারি প্রজ্ঞাপনের বিষয়টি জানানোর পরও তারা শান্ত না হয়ে নিউজ প্রত্যাহারের জন্য চাপ দেন। সম্পাদক অস্বীকৃতি জানালে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।এ সময় অর্থসূচকের সবাই সম্পাদকের কক্ষে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিছু সময় পর তারা নিউজ প্রত্যাহার হচ্ছে না বুঝতে পেরে নেমে যায়।
এ অবস্থায় বৃহস্পতিবার অর্থসূচক পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পল্টন মডেল থানায় জিডি করেন সম্পাদক।জিডির নম্বর ৭২১, তারিখ ১২/০৩/২০১৫।