আন্তর্জাতিক গণমাধ্যমে গোলাম আযম

0

জামায়াত ইসলামের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

 

বৃহস্পতিবার বঙ্গববন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাত ১০টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

29701_1এরপর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার মৃত্যুর খবর প্রকাশ করতে শুরু করে। অনেক পত্রিকা তাকে একজন ইসলামী নেতা হিসেবে উল্লেখ করেছে। তবে যুদ্ধাপরাধের দায়ে তার কারাদণ্ড ভোগ করার কথাও জানানো হয়েছে।

‘বিবিসি’ তাদের শিরোনামে লিখেছে, “বাংলাদেশের ইসলামী নেতা গোলাম আযম ৯১ বছর বয়সে মারা গেছেন।”

‘মুসলিম মিরর’ এর শিরোনামে বলা হয়, “বাংলাদেশের ইসলামী নেতা গোলাম আযম মারা গেছেন।”

সংবাদ সংস্থা ‘রয়টার্স’ লিখেছে, “যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশের ইসলামী নেতা মারা গেছেন।”

ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল ‘এনডিটিভি’ অনলাইন ভার্সনে লিখেছে, “গোলাম আযম, সাজাপ্রাপ্ত বাংলাদেশের সাবেক ইসলামী নেতা, মারা গেছেন।”

যুক্তরাজ্যের বিখ্যাত পত্রিকা ‘গার্ডিয়ান’ শিরোনামে লিখেছে, “বাংলাদেশের সাবেক ইসলামী নেতা, যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত, জেলখানায় মারা গেছেন।”

‘আরবনিউজ’ শিরোনাম, “বাংলাদেশের ইসলামী নেতা গোলাম আযম, ৯১, মারা গেছেন।”

এছাড়া ‘মারসাদপ্রেস’, ‘তিউনিশিয়ানাউ’ ও ‘প্যালেস্টাইনইনফো’সহ বেশ কিছু আরবি পত্রিকা তাকে ইসলামী নেতা ও চিন্তাবিদ হিসেবে উল্লেখ করে খবর প্রকাশ করেছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More