ঢাকা :ধর্ষণের অভিযোগে চ্যানেল ১৬ এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার গোলাম মুহিতের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এনামুল হক এ অভিযোগ গঠন করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ১৬ নভেম্বর পূর্ব পরিচয়ের সূত্র ধরে আসামি বাদীর পল্লবীর বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।
২০ নভেম্বর পল্লবী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। ২১ জানুয়ারি পল্লবী থানার এসআই (উপপরিদর্শক) কামরুজ্জামান গোলাম মুহিতকে অভিযুক্ত করে সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালতে চার্জশিট দাখিল করেছিলেন।
আগামী ৫ আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।