‘আ প্লেস উইথ নো নেম’ মিউজিক ভিডিওটি গত ১৪ আগস্ট টুইটারে মুক্তি পাওয়ার পরেই ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার হতে থাকে বিশ্বজুড়ে। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার এত বছর পরেও তিনি বিশ্বের সংগীতপ্রেমী মানুষের মন জুড়ে আছেন।
জ্যাকসনের এই ভিডিওটি ১৯৭২ সালের ‘আ হর্স উইথ নো নেম’ এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। টুইটারে মুক্তি পেয়ে ভিডিওটি প্রায় সব মিউজিক ভিডিও’র রেকর্ড ভেঙে দিয়েছে জনপ্রিয়তার নিরিখে। মাইক্রোব্লগিং সাইটটির মুখপাত্র শ্যাভন চার্লস বলেন, ‘এই প্রথম টুইটারে এত দ্রুত রি টুইটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্ব জুড়ে মাইকেল জ্যাকসনের প্রায় ১.৫ বিলিয়ন ফলোয়ার আছে টুইটারে এবং ভিডিওটি মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে ১৫,৬৩৯টি রি-টুইট হয়েছে।’