দেশের ৬৩টি বিজ্ঞাপন পেল কমওয়ার্ড পুরস্কার

0

Adsঢাকা: দেশের ৬৩টি বিজ্ঞাপনী প্রচার ৫ম কমওয়ার্ড পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে যেসব বিজ্ঞাপন প্রচারিত হয়েছে তার ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়েছে। বিপণন ও ব্যবসার জগতে সৃজনশীল যোগাযোগ তথা বিজ্ঞাপনী প্রচারে উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরুপ এই পুরস্কার দেয়া হয়েছে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দেয়া হয় পুরস্কার। ২০ ক্যাটাগরি বা শ্রেণীতে এই পুরস্কার দেয়া হয়। বিজয়ী বিজ্ঞাপনগুলো পায় গ্র্যান্ড প্রিক্স, স্বর্ণ ও রৌপ্য পদক। রোববার বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছরে কমওয়ার্ডে পুরস্কারের জন্য ৩৬টি বিজ্ঞাপনী সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকে মোট ৩৬৭টি মনোনয়ন জমা পড়েছিল। এটিই কমওয়ার্ডের জন্য এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন। অনেকগুলো নতুন ও ছোটো বিজ্ঞাপনী সংস্থা তাদের অসাধারণ ও সৃজনশীল বিজ্ঞাপনের জন্য পুরস্কার পেয়েছে। আবার প্রতিষ্ঠিত ও বৃহৎ প্রতিষ্ঠানগুলোও তাদের জোরালো বিজ্ঞাপন সংক্রান্ত কার্যক্রমের জন্য এই পুরস্কার লাভ করেছে। বিজ্ঞাপনী প্রচারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বলে বিবেচিত হয়েছে, আইসিসির চার ছক্কা হৈ হৈ। এটি জিঙ্গল, সোশ্যাল মিডিয়া ও ইন্টেগ্রেটেড ডিজিটাল মিডিয়া ক্যাটেগরিতে সর্বোচ্চ সংখ্যক গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে। নারীদের জন্য ডেব্যু ক্যাটেগরির বিজ্ঞাপনী প্রচার বা ক্যাম্পেইনে ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন, রাইজ আপ ফর উইমেন এবং মেরিল’স স্প্যাশ ফ্রেশ ইজ বিউটিফুল বিজয়ী হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টি২০ বিশ্বকাপ বাংলাদেশ ২০১৪ নিয়ে যে বিজ্ঞাপনটি তৈরি হয় সেটি ইন্টেগ্রেটেড বা আলটিমেট কমপ্রিহেন্সিভ ক্যাটেগরিতে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জিতে নেয়। এটি তৈরি ও প্রচার করেছে গ্রে বাংলাদেশ লিমিটেড।

প্রসঙ্গত, কমওয়ার্ড হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) একটি অনন্য উদ্যোগ। এ বছরের কমওয়ার্ড আয়োজনের সহযোগী ছিল কান লায়ন্স ও দ্য ডেইলি স্টার। এ ছাড়া পার্টনার বা অংশীদার ও পৃষ্ঠপোষক হিসেবে আছে আরো কয়েকটি প্রতিষ্ঠান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More