ঢাকা: দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সৃজনশীল শিক্ষার বিষয়ে ‘পড়াশোনা পাতার’ বিরুদ্ধে দেয়া লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রেসকাউন্সিলে সোমবার দুপুরে এ মামলাটি দায়ের করে ‘আইন অধিকার’ নামের একটি মানবাধিকার সংগঠন।
এ মামলায় বিবাদী করা হয়েছে পত্রিকার সম্পাদক মতিউর রহমান, তথ্য, শিক্ষা, আইন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলার ডিসিকে ।
এর আগে গত ১৬ আগষ্ট সংগঠনের পক্ষে এ আইনী নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সৃজনশীল শিক্ষার বিষয়ে প্রকাশিত ‘পড়াশোনা পাতাটি’ প্রকাশ করে পত্রিকা কর্তৃপক্ষ আইনের লঙ্গ করছে।