প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদসহ তার পরিবারের চার জন সদস্যকে আজ শুক্রবার সকালে দুর্বৃত্তরা মারপিট করেছে। আহত সাংবাদিক ও তার ভাগিনাকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় রাজবাড়ী থানায় কোন মামলা দায়ের হয়নি।
ভাটা মালিক মেহেদী নাজিরুল ইসলাম নাদের জানান, ৮ দিন পূর্বে সাংবাদিক এজাজের ভাগিনা শামিম ইটভাটায় আসা একটি ট্রাকের চালককে গালাগাল করে। ওই ঘটনার পর আজ সকালে ট্রাকচালকরা এজাজের ভাগিনা শামিমকে মারপিট করে। ভাটার অপর মালিক মঞ্জুর ঘটনাস্থলে গেলে শামিমরা তাকে মারপিট করে। এ খবর পেয়ে ভাটার শ্রমিকরা এজাজের বাড়িতে যায় এবং সেখানে মারপিটের ঘটনা ঘটে। সে সময় হয়তো এজাজ আহত হতে পারে।
রাজবাড়ী থানার ওসি আব্দুল খালেক জানান, মারামারির খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় সাইফুল নামে এক ভাটা শ্রমিককে আটক করা হয়। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।