বাংলানিউজের পিয়াসের ল্যাপটপ ও মোবাইল ছিনতাই

0

piash_bg_865520589ঢাকা: বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মেহেদী হাসান পিয়াসের গলায় ছুরি ধরে ল্যাপটপ, মোবাইল, ফোন, পরিচয়পত্র, মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে গেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সোয়া ১০টায় গুলশান-১ নম্বরের নিকেতন গেট সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পিয়াস জানান, বইমেলা থেকে দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন তিনি। রাত সোয়া ১০টার দিকে নিকেতনে এসে বাসায় যাওয়ার উদ্দেশে রিকসা খুঁজছিলেন। এ সময় ৭ যুবক তার কাছে এসে দাঁড়ায়। হঠাৎ করে ৩ জন তার গলায় ও পেটে ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়।

এ সময় তারা পিয়াসের কাছে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সূত্রঃ বাংলানিউজ

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More