বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বাংলাদেশী তরুন চলচ্চিত্র নির্মাতা শারমিন চৌধুরী পরাচিলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কেয়ার-২” প্রচারিত হল যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশনে।
মায়ের প্রতি একটি অবুঝ শিশুর প্রগাঢ় ভালবাসার চিত্র ফুটে উঠেছে দর্শক নন্দিত এই সিনেমাটিতে। ফেব্রুয়ারী মাসে মুক্তি পাওয়া সিনেমাটি সাধারণ দর্শকদের পাশাপাশি জয় করেছে সমালোচক ও বোদ্ধামহলের প্রসংশা। স্বীকৃতি স্বরূপ দক্ষিণ এশিয়ায়র আলোচিত “বেটা মুভমেন্টে”এ সেরা দশে স্থান পাওয়া ফিল্মটি প্রদর্শিত হয়েছে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা এবং আরও বেশ কয়েকটি দেশে।
অহনিশ ফিল্মস এর ব্যানারে মুক্তি প্রাপ্ত এই সিনিমাটি প্রজেযনা করেন এইচ আল বান্না, সহকারী পরিচালনায় ছিলেন হাসান আস সাকিব এবং টিম কো-অর্ডিনেটর মাহমুদ নাইম।