[ads1]পবিত্র মাহে রমজান উপলক্ষে শুরু হচ্ছে ইসলামী গানের রিয়্যালিটি-শো সুরের দরিয়া।
শুক্রবার (২৭ মে) বিকেল ৪ঃ০০ টায় ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কঁচি-কাচার মেলা অডিটরিয়ামে শো’র অডিশন রাউন্ড শেষ হয়েছে।
১০ থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত বয়সি প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেয় এই অনুষ্ঠানে। অডিশনে অংশগ্রহণকারিদের মধ্যে থেকে ৩২ জনকে চুরান্ত পর্বের জন্য বাছাই করা হয়।
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে হামদ, নাত ও নানা ধরণের ইসলামী গান, সুর মুগ্ধ করে মানুষের মন। এই লক্ষ্যে ‘সুরের দরিয়া ২০১৬’ নামে পবিত্র রমজান মাসে জাতীয় পর্যায়ে মেধাভিত্তিক ইসলামী গানের রিয়্যালিটি-শো নির্মাণ করতে যাচ্ছে ‘ফোর আই মিডিয়া’।[ads2]
সুরের দরিয়া ২০১৬ এর টাইটেল স্পন্সর করছে বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অনুষ্ঠানটি রমজানের প্রতিদিন বিকাল ৪.৩০টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৯১৮ ৩৫৯৪৯৭, ০১৯৭৭১০৬১০৭, ০১৭৯৭৫৮৬৯৯১।[ads1]
[ads2]
Comments are closed.