সাবেক বিশ্ব সুন্দরী ও বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। বর্তমানে করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবির কাজে ব্যস্ত আছেন তিনি। এদিকে এতটা ব্যস্ততার ফাঁকেও সবাইকে চমকে দিয়ে হাজির হয়ে গেলেন নিজের দেহরক্ষী শিবরাজের বিয়েতে।
জানা গেছে, গেল ৬ ডিসেম্বর লাল রঙা শাড়ি পরে দেহরক্ষীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন তিনি। এসময় বাড়ির বউদের মতোই ঘনিষ্ঠ হয়ে বিয়ের কনে ও অন্য অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতেছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী।