বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে বিএনপিপন্থি সাংবাদিকরা বিজয় মিছিল বের করলে তাতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ এই বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে বিএনপিপন্থি সাংবাদিকরা দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিজয় মিছিল বের করে।
প্রেসক্লাবের মূল ফটক থেকে মিছিলটি হাইকোর্টের দিকে যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের বাধার মুখে মিছিলটি সড়কে ৫ মিনিট অবস্থান করে সমাবেশ করে। সে সময় সময় সাংবাদিকরা বিভিন্ন স্লোগানে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে থাকেন। সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষেও নানা স্লোগান দেন সাংবাদিকরা।
পরে সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ‘এটা আমাদের কোনো রাজনৈতিক মিছিল নয়। বাংলাদেশের ক্রিকেট দল বিজয় অর্জন করেছে। তাদের অভিনন্দন জানিয়ে আমরা বিজয় মিছিল করেছি। কিন্তু পুলিশ আমাদের সেটি করতে দেয়নি।’ মিছিলে আরও উপস্থিত ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, এবিএম মোশাররফ, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান জাহিদ প্রমুখ।