রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার মিডফোর্ড হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নি চিকিৎসকদের হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) বৃহস্পতিবার সকালে শহরে স্টেশন রোডে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
জেইউবি সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে রেজাউল হাসান রানু, খন্দকার আব্দুর রহিম হিরু, আব্দুর রহিম বগ্রা, রেজাউল হক বাবু, আতাউর রহমান মিলন, হারুন অর রশিদ, টিএম মামুন, মোস্তফা মোঘল, মাহফুজ মন্ডল, আব্দুর রহিম, শামীম আলম, ইউনুস আলী, সুমন সরদার, নজরুল ইসলাম খান, আব্দুস সাত্তার, আবুল কালাম আজাদ, রায়হান আহম্মেদ রানা, শফিকুর ইসলাম শফিক, বজলুর রশীদ সুইট, জাফর আহম্মেদ মিলন, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, মামুনুর রশীদ, আহসান হাবীব দুলাল, সানাউল হক শুভ, রেজা প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হাসপাতালে কোন রোগী মারা গেলে বা গুরুতর আহত হলে সাংবাদিকরা সংবাদ ও ছবি সংগ্রহ করবে এটাই স্বাভাবিক; কিন্তু এ কারণে ক্ষুদ্ধ হয়ে তাদের উপর হামলা চালানো অমানবিক। এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িত চিকিৎসক নামধারী ক্যাডারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, আহত চিকিৎসদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি করেন। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে দূর্বার আন্দেলন গড়ে তুলতে বাধ্য হবে। অনুষ্ঠান পরিচালনা করেন, জেইউবি’র সাধারন সম্পাদক মমিনুর রশীদ সাইন।