ঢাকা : সামনে থাকে, সামনে রাখে- এ স্লোগান নিয়ে দেশের বহুল আলোচিত ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল যমুনা টেলিভিশনের যাত্রা শুরু হলো। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম নিউজ সম্প্রচারের মধ্য দিয়ে চ্যানেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে সম্প্রচার উদ্বোধন করেন।
যমুনা টেলিভিশনে সম্প্রচার উপলক্ষে যমুনা ফিউচার পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে একঝাক শিল্পীর কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনের সুচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন যমুনা টিভির সিইও আবু আলম শহীদ ও উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিমান সাংবাদিব সায়মন ড্রি। যমুনা গ্র“প ও যমুনা টেলিভিশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তক্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার মিডিয়া বান্ধন সরকার। তিনি সরকারের গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়ে বলেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। তিনি মিডিয়া জগতে যমুনা টেলিভিশনের যাত্রার সুফল কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম এমপি, যমুনা টিভির ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বুদ্ধিজীবি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম সংবাদ প্রচারের মাধ্যমে যমুনা টিভি দেশের এক্সক্লুসিভ সংবাদ চ্যানেল হিসেবে বাণিজ্যিক যাত্রা শুরু করে।
যমুনা টিভি কর্তৃপক্ষ জানায়, সর্বাধুনিক সম্প্রচার প্রযুক্তির মাধ্যমে খবরের সব দিক তুলে ধরার পাশাপাশি সংবাদভিত্তিক নানা আয়োজনে সাজানো থাকবে যমুনা টিভির ২৪ ঘণ্টা, সপ্তাহের সাতটি দিন। সারা দেশ এবং বিশ্বের নানা প্রান্ত থেকে একযোগে সম্প্রচার হবে চ্যানেলটি।