জাপার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই শেষ

0

hortalরংপুরে এক নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় পার্টির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দুপুর ২টায় প্রত্যাহার করা হয়েছে। মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, সকাল থেকে শান্তিপূর্ন হরতাল পালন করছে রংপুরবাসী। দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের নির্দেশে সকাল-সন্ধ্যা ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করে দুপুর ২টা পর্যন্ত (অর্ধদিবস) সীমিত করা হয়।
এদিকে জাতীয় পার্টির ডাকা হরতালের কারণে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও ক্লাশ পরীক্ষা হয়নি। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। তবে আদালত পাড়া সরগম ছিলো। যান্ত্রিক যান না থাকায় নগরবাসীর জীবন যাত্রায় ছন্দ পতন লক্ষ্য করা গেছে। প্রয়োজনের তাগিদে হেঁটে হেঁটে চলাচল করতে দেখা গেছে জনসাধারণকে। দুরপাল্লা এমনকি স্বল্প পাল্লার কোন বাস-ট্রাক চলাচল করেনি। হরতালের সমর্থনে পৃথক পৃথক ভাবে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্র সমাজ, জেলা ও মহানগর জাপা। শাপলা চত্বর, পায়রা চত্বর,  জাহাজ কোম্পানির মোড়, সাত মাথা, পার্কের মোড়, সিও বাজার, মর্ডান মোড়, মেডিকেল মোড় এলাকায় পিকেটিং করেছে জাপা কর্মীরা। দুপুর ২ টার পর জীবন যাত্রা স্বাভাবিক হতে শুরু করে। রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব ইয়াসীর আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জেলা ও মহানগর জাপা যৌথভাবে এ হরতালের ডাক দেয়।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানের কাছে কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত জাপা নেতা ইয়াসীরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More