অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি ফেরতের সুযোগ নেই

0

vumi montriপ্রজ্ঞাপন অনুযায়ী অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি পুনরায় মূল মালিককে ফেরত দেয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। রোববার জাতীয় সংসদে আয়েন উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সিদ্ধান্ত মোতাবেক অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি পুনরায় মূল মালিককে ফেরত দেয়ার কোন সুযোগ নেই।
স্বতন্ত্র এমপি হাজী মো. সেলিমের অপর প্রশ্নে ভূমি মন্ত্রী বলেন, অকৃষি খাস জমি বন্দোবস্ত বাবদ বিগত অর্থ বছরে সরকারের রাজস্ব আয় হয়েছে ৯৭ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৩৫৪ টাকা। এই ধারা অব্যাহত রাখতে সরকারের অকৃষি খাসজমি বন্দোবস্তের জন্য ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা রয়েছে। উক্ত নীতিমালার আলোকে সরকার পদক্ষেপ গ্রহণ করছে।
সরকার দলীয় এমপি আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মোট খাস জমি রয়েছে ৩৮ লাখ ৫৩ হাজার ৭৯৪ দশমিক ০৪৬৪ একর। তার মধ্যে ২০ লাখ ৭১ হাজার ৮১৫ দশমিক ৯৭ একর কৃষি খাস জমি এবং ১৭ লাখ ৮১ হাজার ৯৭৮ দশমিক ০৭৬৪ একর অকৃষি খাস জমি রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More