অন্যায়কে প্রশ্রয় ​না দিতে পুলিশ বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

0

hasinaঅন্যায়কে প্রশ্রয় ​না দিতে পুলিশ বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেছেন, এমনকি অন্যায়কারী কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হলেও তাঁকে ছাড়া দেওয়া যাবে না। বুধবার তার কার্যালয়ে পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘অপরাধী আমার দলের নেতা ​হলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগরে সব ব্যবস্থা রয়েছে।’ খবর বাসস।
প্রধানমন্ত্রী জেলা পুলিশ প্রধানকে ভূমি দখলকারী বিশেষ করে যারা গরিবের সম্পত্তি দখল করে তাদের ব্যাপারে ও ছিনতাইকারীদের ব্যাপারে সতর্ক থাকা এবং দেশব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পরা মাদকের বিরুদ্ধে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকান্ড স্বাচ্ছন্দে পরিচালনায় তার সরকারের কয়েকজন সচিব নিয়োগের পরিকল্পনা রয়েছে। কারণ বর্তমানে এই মন্ত্রণালয়ের কর্মকান্ড বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এম শহীদুল হক। এ ছাড়া আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, একই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যার পাশাপাশি এর উন্নয়নে পরামর্শ সংবলিত বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এম আসাদুজ্জামান মিয়া, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম ও ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান।

 

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More