বরিশাল: বৈরী আবহাওয়ার কারণে বরিশাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের যাত্রীবাহী উড়োজাহাজ। প্রায় আধা ঘণ্টায় কয়েকবার চেষ্টা করেও অবতরণের ব্যর্থ হয়ে উড়োজাহাজটি অবশেষে ঢাকায় ফিরে যায়।
যাত্রীদের মধ্যে ওই বিমানে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ছিলেন।
মুঠোফোনে তিনি বাংলামেইলকে জানান, বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ৭১ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে আসে উড়োজাহাজটি। বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উড়োজাহাজটি অবতরণ করতে পারেনি।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী বাংলামেইলকে জানান, আলোকসজ্জা চাহিদা অনুযায়ী কম থাকায় বিমানটি অবতরণ করতে পারেনি। অবশেষে বিমানটি আকাশ থেকেই ঢাকায় ফিরে যায়।
ঢাকা থেকে আসা বিমানের ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন। বরিশাল থেকে ফিরতি ফ্লাইটে ৩৬ জন যাত্রীর ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে যাত্রা বাতিল হওয়ায় ৩৬ জন যাত্রীর টিকেট ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিমানের বরিশাল অফিস।