আজ থেকে সদরঘাটে বিশেষ স্টিমার সার্ভিস

0

full_1519373302_1467175909[ads1]পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে সদরঘাটে বিশেষ স্টিমার সার্ভিস চালু হয়েছে। প্রায় ৭দিন আগে থেকেই শুরু হওয়া সার্ভিসটি আগামী ১০ জুলাই পর্যন্ত অব্যহত থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা জানান, ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস শুরু হচ্ছে। এ সার্ভিস আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। প্রয়োজনে সার্ভিসটি বর্ধিত করা হবে।
নদীবন্দর সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিসির নিয়মিত সার্ভিস-এর পাশাপাশি ঢাকা-চাঁদপুর- বরিশাল-খুলনা নৌরুটে অত্যাধুনিক বিলাসবহুল যাত্রাবাহী জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতি রয়েছে।
এছাড়াও এ সার্ভিসে রয়েছে দেশের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস অস্ট্রিস, পিএস লেপসা, পিএস টার্ন ও পিএস মাসুদ। মূল ভূখণ্ড থেকে উপকূলীয় দ্বীপ ও দ্বীপ জেলাসমূহে জাহাজ ও সি-ট্রাক দ্বারা বিশেষ সার্ভিসও পরিচালনা করা হবে এ সার্ভিসের আওতায়।
নজরুল ইসলাম মিশা বলেন, ‘উপকূলীয় সার্ভিস চট্টগ্রাম-সন্দ্বীপ- হাতিয়া-বরিশাল রুটে আগামী ২ জুলাই (শনিবার) থেকে আগামী ৯ জুলাই (শনিবার) পর্যন্ত প্রতিদিন নিয়মিত ট্রিপসহ অতিরিক্ত আরও বিশেষ ট্রিপ পরিচালনা করা হবে।’
তিনি জানান, উপকূলীয় সার্ভিসে নিয়োজিত থাকবে এমভি বাব আউলিয়া, এমভি আব্দুল মতিন ও এমভি মনিরুল হক।
কুমিরা-গুপ্তছড়া, বরিশাল-মজুচৌধুরী হাট, মরপুরা-শশগিঞ্জ, হাতিয়া-বয়ারচর, চরচেংগা-বয়ারচর এবং ইলিশা-মজুচৌধুরীর হাটের মধ্যে এসটি শেখ জামাল, এসটি শেখ কামাল, এসটি শেখ রাসেল, এসটি সুকান্ত বাবু ও এসটি আব্দুর রব সেরনিয়াবাত এবং সি-ট্রাক খিজির-১-৮ নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ সার্ভিস হিসেবে পরিচালনা করা হবে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More