মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলেছেন নেত্রকোনার দুই রাজাকার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের এবং আতাউর রহমান ননীর আইনজীবী।
মঙ্গলবার রায় ঘোষণার পর তাদের আইনজীবী গাজী এমএইচ তামিম জানান, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তাতে উনারা সংক্ষুব্ধ হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উনারা সুপ্রিম কোর্টের আপিল করবেন।
আপিলে ‘নির্দোষ’ প্রমাণিত হয়ে তাহের-ননী খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেন তামিম।
বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে প্রসিকিউশনের আনা ৬টি অভিযোগের মধ্যে ৪টিতে দোষী সাব্যস্ত হয়েছেন একাত্তরের এ দুই রাজাকার। হত্যা ও ধর্ষণের দুটি ঘটনায় তাদের ফাঁসির রায় দেয়া হয়েছে।