ইউপি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে তৃণমূল রাজনীতি

0

UP nirbaconইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে না হতেই তৎপর হয়ে উঠেছে তৃণমূলের রাজনীতি। রাজনৈতিক দলের প্রতীকে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলের পাশাপাশি জনগণের দোরগোড়ায় ঘোরাফেরা শুরু করেছেন। অনেকেই শুভেচ্ছা জানিয়ে পোস্টার সেঁটে দিয়েছেন এলাকায়। কোথাও কোথাও শুরু হয়েছে দলীয় মনোনয়ন প্রক্রিয়া। মানবকণ্ঠের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর
খুলনা: জেলার কয়রার ৭টি ইউনিয়নের সম্ভ্যাব্য সব প্রার্থী মাঠে নেমে পড়েছেন। কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ আমীর আলী গাইন, জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট কমলেশ কুমার সানা, ইউপি মেম্বার মো. আঃ রশিদ মনোনয়ন চাইছেন। কয়রা সদর ইউনিয়নে প্রচারণায় নেমেছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি এসএম শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ঢালী আমিরুল ইসলাম, এসএম জিয়াদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মতিউর রহমান। মহারাজপুর ইউনিয়নে জনসংযোগ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলহাজ আবদুল্লাহ আল-মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য জহুরুল হক বাচ্চু। বাগালী ইউনিয়নে মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ গাজী, আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার পাড়, রেজাউল করিম প্রমুখ। মহেশ্বরীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন মাঠে রয়েছেন। দক্ষিণ বেদকাশী ইউনিয়নে মাঠে রয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান কবি শামছুর রহমান। অপরদিকে পাইকগাছা উপজেলার সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, আওয়ামী লীগ নেতা শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, সরদার গোলাম মোস্তফা, কাওসার আলী জোয়াদ্দার, আনন্দমোহন বিশ্বাস, লতা ইউনিয়নে যুবলীগ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান দিবাকর বিশ্বাস। দেলুটিতে বর্তমান চেয়ারম্যান সমর কান্তি হালদার, নির্মল মণ্ডল, সুকৃতি মোহন সরকার, অ্যাডভোকেট রিপন মণ্ডল, পীযূষ কান্তি সরকার, দ্বিজেন মণ্ডল। সোলাদানায় আব্দুল মান্নান গাজী, শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, অ্যাডভোকেট শিবুপ্রসাদ সরকার। লস্কর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কে. এম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আবদুল করিম গাইন, সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা ও ভাগ্নে অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু, আলহাজ মুজিবুর রহমান। গদাইপুরে বর্তমান চেয়ারম্যান কাজী আবদুস সালাম বাচ্চু, গাজী নজরুল ইসলাম, গাজী জুনায়েদুর রহমান। রাড়–লীতে চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবদুল মজিদ গোলদার। চাঁদখালীতে বর্তমান চেয়ারম্যান মুনছুর আলী গাজী, সাবেক চেয়ারম্যান সরদার আনিছুর রহমান, জিএম ইকরামুল ইসলাম। গড়ইখালীতে বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধন ও আওয়ামী লীগ নেতা জয়দ্রথ বাছাড়। এছাড়া আরো অনেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।
হবিগঞ্জ: জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা শুভেচ্ছা-অভিনন্দন দিয়ে ঝুলিয়েছেন ব্যানার-ফেস্টুন। ধরনা দিচ্ছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে। ফলে অনেককেই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে দেখা যাচ্ছে। দলের ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের সক্রিয় করে তোলার চেষ্টা করছেন তারা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম বলেন, দলীয়ভাবে হঠাৎ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন দেয়া সরকারের একটি ষড়যন্ত্র। যতই নীল নকশা সরকার করুক না কেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর চৌধুরী বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই ত্যাগী, পরীক্ষিত, গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।
জয়পুরহাট: জেলায় উৎসবমুখর পরিবেশে দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার কাজ শুরু করেছে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতারা। গত বুধবার শুরু হয়ে এ কার্যক্রম চলে গতকাল সোমবার বিকেল পর্যন্ত। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো জানান, জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় মোট ৩২টি ইউনিয়নের মধ্যে বড়াইল, বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়ন ছাড়া বাকি ২৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী জানান, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সেই একমাত্র দলীয় ব্যানারে নৌকা প্রতীকে ভোট করতে পারবেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More