ইচ্ছামতো ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন বিদ্যুৎ উৎপাদকরা

0

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ব্যাংকঋণের সীমা চলতি বছরও তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। চলতি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকঋণ পেতে সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশ ঋণ দেওয়ার হিসাবটি কার্যকর হবে না। পরবর্তী ঋণসীমা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২৬-খ(১) অনুযায়ী- আগে একটি কোম্পানিকে ব্যাংকের সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়ার সুযোগ ছিল না। তবে বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানির ১৪নং আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ উৎপাদকদের এ সুবিধা দেওয়া হয়।

ফলে বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংকঋণ দিতে গেলে অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে কোনো অংকের ঋণ অনুমোদন করবে। তাতে বিদ্যুৎ উৎপাদকরা প্রয়োজন মতো ঋণ পাবেন।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যাংকঋণের সীমা তুলে দেওয়া হয়। সেসময় থেকেই বিদ্যুৎ উৎপাদকরা প্রয়োজন মতো ঋণ নিতে পারছেন। এবার বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর জন্য এ ঋণ সুবিধা চলতি ২০২৩ সালের পুরোটা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উৎসঃ   জাগোনিউজ
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More