কক্সবাজার বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজ শেষ করতেই লাগবে ১০ বছর। ফলে বিমানবন্দরের সুফল মানুষ কবে পাবে তা নিয়েও সংশয়। প্রথম পর্যায়ের কাজের ব্যয় ৮৯০ কোটি টাকা বা তিনগুণ বাড়ানো হলো।
আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বর্ধিত ব্যয় অনুমোদন দেযা হয়। জানা যায়, ২০০৯ সালে প্রকল্পটি ৩০২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়। ২০১২ সালের জুনে শেষ করার কথা ছিল। কিন্তু অগ্রগতি হতাশাজনক। তিন বছর পরে এসে সংশোধন করে ব্যয় বাড়ানো হলো ৮৯০ কোটি টাকা। সময বাড়িয়ে ২০১৮ সাল পর্যন্ত নেয়া হলো।