মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের চূড়ান্ত রায়ের বিপক্ষে দু’এক দিনের মধ্যে মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ করবে রাষ্ট্রপক্ষ।
এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার বলেন, ‘রিভিউ নিয়ে কাজ চলছে। আশা করি আগামীকাল করতে পারব। আর তা না করতে পারলে, পরের দিন করব।’
সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে গত ৩১ ডিসেম্বর সকালে সাঈদীর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
আপিল বিভাগের নির্দেশনা অনুসারে, মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। সে অনুসারে রিভিউয়ের সময় বাকি রয়েছে আর তিন দিন। তবে আসামিপক্ষ রিভিউ আবেদন করবে কিনা তা এখনো জানা যায়নি।
জামায়াতে ইসলামীর আমির সাঈদীর গত ২০১১ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি এ বিচারের রায় হয়। রায়ের বিরুদ্ধে সাঈদীর আপিল শুনানি শেষে গত ১৬ এপ্রিল তা রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ। সর্বশেষ প্রায় পাঁচ মাস পর তা প্রকাশ করা হয়।