অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন গাড়ি চালকরা। বৃহস্পতিবার দুপুর একটায় হাজার হাজার গাড়ি চালক কাফনের কাপড় পরে খালেদার কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান করছেন।
স্থানীয় সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ অনশন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আজকের মধ্যে অবশ্যই হরতাল অবরোধ প্রত্যাহার করতে হবে। যদি না করেন তাহলে আপনি জনরোষে পরবেন। তিনি প্রধানমন্ত্রীকে আহবান জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে হরতাল-অবরোধ বন্ধ করতে আইনি ভাবে যা করা প্রয়োজন, আপনি তাই করুন। জনগণ আপনার সঙ্গে আছে।