ডিসেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস

0

Flag-Pins-Nepal-Bangladeshঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস চালুর বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ ও নেপালের পরিবহন মন্ত্রী। আজ রবিবার কাঠমান্ডুর ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের কার্যালয়ে দু’দেশের মন্ত্রীর বৈঠকে এ ঐক্যমত পোষণ করা হয়।

নেপাল সফররত বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী বিমলেন্দু নিধির মাঝে আজ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিকল এগ্রিমেন্ট আগামী জানুয়ারিতে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এসময় দু’মন্ত্রী ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে নিয়ে চুক্তি বাস্তবায়নের সব প্রস্তুতি শেষ করবেন বলে জানান।

নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী সম্প্রতি ভূমিকম্পের পরপরই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বৈঠকে জানানো হয়, বিবিআইএন চুক্তি কার্যকরের লক্ষ্যে আগামী অক্টোবরে চার দেশের মধ্যে কার-র‌্যালী অনুষ্ঠিত হবে। এছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রয়োজনীয় প্রটোকল চূড়ান্ত করার লক্ষ্যে চার দেশের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়।

এছাড়া সার্ক মোটর ভেহিকল এগ্রিমেন্ট এর বিষয়টি এগিয়ে নিতে দু’মন্ত্রী একমত হন। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে নেপালে সার্ক দেশসমূহের পরিবহনমন্ত্রীদের সভা আহ্বান করতে যাচ্ছে সার্ক সচিবালয়।

এসময় বাংলাদেশ প্রতিনিধিদলের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরসহ নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More