এবং সাবেক জেলা জজ এ এফ এম আমিনুল ইসলামকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন শেষ করেন। পরে অবসরোত্তর ছুটিতে থাকাকালীন ২০১৫সালের অগাস্টে ইকবাল মাহমুদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। কিন্তু এক মাসের মাথায় ওই সিদ্ধান্ত বদলে যায়, বিটিআরসির চেয়ারম্যান হন প্রকৌশলী শাহজাহান মাহমুদ।