মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করে দেশব্যাপী আনন্দ মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর বিএনপি চেয়ারপার্সেনের কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।এতে বলা হয় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করা হলো। তবে অবরোধ চলবে।একইসঙ্গে ক্রিকেটের জয়ে দেশব্যাপী আনন্দ মিছিল কর্মসূচি ঘোষণা করে ২০ দলীয় নেতা কর্মীদের তাতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এই সংবাদ বিজ্ঞপ্তিতে।
Prev Post
Next Post