রোববার সকাল পৌনে ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনী।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।গার্ড অব অনার প্রদানের পর সেনাকুঞ্জের বাগানে একটি বৃক্ষরোপণ করেন সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
এর আগে রোববার সকাল সাড়ে ৯টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের সম্মানে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।গত ২৫ জুন দুপুর সোয়া ১২টার দিকে নতুন এ সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
Prev Post
Next Post