ঢাকা : পাঁচ বিচারপতির নিয়োগ স্থায়ীকরণে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি আশিস রঞ্জন দাশ, বিচারপতি মাহবুবুল হক, বিচারপতি মো: বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি কাজী মো: এজারুল হক আকন্দ। এর আগে এই পাঁচ বিচারপতি দুই বছর অস্থায়ী ভাবে দায়িত্ব পালন করে আসছেন।
নিয়োগ স্থায়ীকরণে ইতোপূর্বে আইন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠায়। সে প্রস্তাব পত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেন। এর প্রক্ষিতে আইন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।