সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের সচিব এ মাসেই অবসরে যাচ্ছেন। তারা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অবসরের তালিকা অনুযায়ী ৮ ফেব্রুয়ারি সোমবার অবসরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার। ২০১৪ সালের ১০ ডিসেম্বর তিনি এই মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেন। বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৮২ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।
কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ অবসরে যাচ্ছেন আগামী ১৯ ফেব্রুয়ারি। গত বছর এই মন্ত্রণালয়ে সচিব পদে যোগ দেন তিনি। এর আগে তিনি ছিলেন প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য। শ্যামল কান্তি ঘোষ এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আর এ মাসের শেষ দিকে ২৯ ফেব্রুয়ারি অবসরে যাবেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার। এর আগে তিনি পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন।
Prev Post
Next Post