বরিশালে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবদল নেতা নিহত

0

বন্দুকযুদ্ধেবরিশাল: বরিশালের আগৈলঝড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবদলের দুই স্থানীয় নেতা নিহত হয়েছেন। তারা পুলিশি হেফাজতে ছিলেন।

 শনিবার রাত সোয়া ২টায় উপজেলার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে বলে আগৈলঝড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল জানিয়েছেন।

নিহতরা হলেন—  উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক টিপু হাওলাদার (৩৭) ও স্থানীয় যবদল নেতা মো. কবীর হোসেন (৩৮)।

ওসি জানান, নিহতদের বিরুদ্ধে হরতালে-অবরোধের সময় গাড়িতে পেট্রোলবোমা ছুড়ে মারার অভিযোগে থানায় মামলা ছিল।

 ওসির দাবি, বন্দুকযুদ্ধের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) রাজু ও এসআই মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

নিহত টিপুর বাড়ি আগৈলঝড়া উপজেলার নগরবাড়ী গ্রামে এবং কবীর হোসেনের বাড়ি একই উপজেলার গৈলা গ্রামে।

ওসির দাবি, ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বলেন, কবির ও টিপুকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আটক করা হয়।

তার দাবি, জিজ্ঞাসাবাদে তারা আগৈলঝাড়ার জোবারপাড় এলাকায় তাদের সহযোগীদের কাছে পেট্রোল বোমা থাকার কথা জানালে ভোর রাতে তাদের নিয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কবির-টিপুর সহযোগীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ও গুলি ছুড়লে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে কবির মোল্লা ও টিপু হাওলাদার মারা যান।

এহসান উল্লাহর দাবি, নিহতদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একাধিক মামলা রয়েছে। সেগুলোর মধ্যে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ ও গৌরনদীর মাহিলাড়ায় ট্রাকে পেট্রোল বোমা মেরে তিনজনকে পুড়িয়ে হত্যার মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More