বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা সহায়তা হিসেবে ‘সমুদ্র অভিযান’ নামে একটি জাহাজ উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আলামেদি বন্দরে বুধবার দুপুরে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বাংলাদেশ নৌবাহিনীর ভাইস এ্যাডমিরাল হাবিবের কাছে জাহাজটি হস্তান্তর করেন। এ বছরের শেষদিকে জাহাজটি বাংলাদেশে আসবে।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানান হয়।
জানা গেছে, ‘সমুদ্র অভিযান’ জাহাজটি ৩৭৮ ফুট লম্বা। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া সবচেয়ে বড় জাহাজ এটি। জাহাজটির কারিগরি, পরিচালনাসহ বিভিন্ন দিক বুঝে নেওয়ার জন্য নৌবাহিনীর একটি দল যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছে।
‘সমুদ্র অভিযান’ জাহাজটি সামুদ্রিক নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। দ্রুতগতির এই জাহাজ থেকে সহজেই প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে। জাহাজটি থেকে আকাশপথে যান নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। হেলিকপ্টারসহ প্রতিপক্ষের বিভিন্ন ধরনের যানকে এই জাহাজ থেকে সহজেই ঘায়েল করা যাবে।
এর আগে, যুক্তরাষ্ট্র ‘সমুদ্র জয়’ নামে বাংলাদেশ নৌবাহিনীকে একটি জাহাজ উপহার দেয়।