বাংলাদেশের রাজনৈতিক মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি খারাপ হচ্ছে : ইউরোপীয় পার্লামেন্ট

0

ue-flag[ads1]ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক কমিশনের ভাইস প্রেসিডেন্ট বার্ট কোয়েন্ডার্স বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক, মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।
গতকাল মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনায় দেয়া বিবৃতিতে কোয়েন্ডার্স এ কথা বলেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে চায়। এ জন্য বাংলাদেশের মানুষকে দারিদ্র্যসীমার ঊর্ধ্বে নিয়ে আসাটা হবে সর্বোচ্চ অগ্রাধিকার। এই উচ্চাকাক্সী লক্ষ্য অর্জনে সব বাংলাদেশী নাগরিকের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সহায়তা প্রয়োজন হবে। কিন্তু বাংলাদেশের উদ্বেগজনক রাজনৈতিক পরিস্থিতি এক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বর্জনের মুখে অনুষ্ঠিত ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনা করেছে।

[ads2]
কোয়েন্ডার্স বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা পরিপূর্ণভাবে পুনর্বহাল করতে হবে। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গণহারে গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। জনগণের মধ্যে সহিষ্ণুতা ও বিতর্কের সুযোগ সৃষ্টি করতে হবে। মানুষের নিরাপত্তা দিতে হবে এবং খুনিদের আইনের আওতায় আনতে হবে। স্থিতিশীলতা, গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোকে প্রকৃত অর্থে সংলাপে বসতে হবে।
তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পরস্পরের জন্য লাভজনক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার ইইউ। ইইউ’র বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করেছে।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More