বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানানো হয়।[ads1]
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
ধর্মমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের ৭টি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর মেলেনি। তাই বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি এসময় ‘ঈদ মোবারক’ বলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।[ads2]
এদিকে আগামীকাল বুধবার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি অঞ্চলেও এদিন ঈদ উদযাপিত হবে।