সাক্ষাতকালে নেপালের সেনাপ্রধান তার দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। নেপালের সেনাপ্রধান বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ অব বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২১৫ জন নেপালি সামরিক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা লাভবান হয়েছেন।
বাংলাদেশ নেপালের জন্য এ ধরনের আর্ন্তজাতিক মানের প্রশিক্ষণ সুবিধা অব্যহত রাখবে বলেও আশা করেন জেনারেল গৌরব। বাংলাদেশ ও নেপাল সেনাবাহিনীর যৌথভাবে আগামী বছর মাউন্ট এভারেস্ট অভিযানে যাওয়ার পরিকল্পনার কথাও জানান জেনারেল গৌরব। নেপালের সেনাপ্রধান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় নেপালের সহায়তার কথা স্মরণ করেন। এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়ার ওপর জোর দেন তিনি। কানেকটিভিটির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সর্ম্পক উন্নয়নে কানেকটিভিটি খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য আমাদের ট্রানজিট দরকার। ট্রানজিট বিষয়ে ভারত সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে।