লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জহুরুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আহত কৃষক দইখাওয়া ভুটিয়ামঙ্গল এলাকার ধনর উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশি কৃষক জহুরুল ইসলাম ওই সীমান্তের ৯০২ নং মেইন পিলারের ২ এস সাব পিলারের নিকট ইরি-বোরো ক্ষেতে সেচ দিতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার শিতলকুচি থানার বড়মরিচা ক্যাম্পের বিএসএফের টহল দল অহেতু তাকে লক্ষ্য করে গুলি করেন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় জহুরুলকে উদ্ধার প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র লালমনিরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল বজলুল করিম হায়াতী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
Prev Post