বিচার বিভাগের বেতন ভাতার বিষয়টি এ মাসেই ফয়সালা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তারা এখনো পুরোনো নিয়মে বেতন ভাতা পাচ্ছেন। আশা করছি তারা অচিরেই বর্ধিত বেতন ভাতা পাবেন।
মঙ্গলবার বিকেলে সিলেটে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রাক খুতবা পর্যালোচনা বিষয়ক খতিব সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে নগরীর আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে দুপুরে শুরু হওয়া সম্মেলনে ইমাম ও খতিবদের বেতন বৃদ্ধির দাবি উঠলে অর্থমন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, ইমাম-খতিবরা ইসলামের শান্তির বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কেউ যাতে সন্ত্রাস-জঙ্গিবাদে দিকে না যেতে পারে সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রাক-খুতবায় আলোচনাও করতে হবে।
খতিব সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল। এতে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও ব্রাহ্মবাড়িয়া, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।
Next Post