ভ্যাট বিরোধী আন্দোলনে অচল ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ ছড়িয়ে পড়ছে সারাদেশে

0

vat noবেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর প্রধান সড়কগুলো সড়ক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গতকাল রামপুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ফের মেরুল বাড্ডার আফতাফ নগরের সামনে প্রগতি সরণীর দুই পাশ আটকে দেয়।। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে ধাপে শিক্ষার্থীরা ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করছেন। এরপর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশান ১ নম্বর সার্কেল থেকে মহাখালীগামী রাস্তা আটকে দেয়। গুরুত্বপূর্ণ এই তিন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের সড়কগুলোতে শুর হয় তীব্র যানজট। এছাড়া বসুন্ধরা আবাসিক এলকায় অবস্থিতদ নর্থসাউথ ভার্সটি ও আইইউবির শিক্ষার্থীরা সকাল ১১ টা থেকে যমুনা ফিউচার পার্র সামরে রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ইস্ট ওয়েস্টের বিবিএ নবম সেমিস্টারের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, “আমরা ভ্যাট কেন দিতে যাব? আমরা দাবি নিয়ে এসেছি। দাবি আদায়ে মাঠে থাকতে চাই।” ধানমন্ডি থানার ওসি নূরে আজম বলেন, “কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার একাংশ বন্ধ করে বিক্ষোভ করছে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের অনুরোধ করছি, বলেছি তারা যেন রাস্তা ছেড়ে দেয়। জন দুর্ভোগের কারণ যেন না হয়।” বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারে দাবিতে কর্মসূচি পালন করছেন। পুলিশ সেখানে অবস্থান নিয়ে আছে। যান চলাচলের জন্য ডাইভারশনের ব্যবস্থা করা হচ্ছে।” আন্দোলনরত এক শিক্ষার্থী এনামুল বলেন, আমাদের দাবি ভ্যাট প্রত্যাহার। আমরা কোনো ভ্যাট দেব না। আমরা ভ্যাটমুক্ত শিক্ষা চাই। এটা আমাদের মৌলিক অধিকার। এদিকে বেলা ১১টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং মোড় ও বসুন্ধরা আবাসিক গেইটেও আন্দোলনরত শিক্ষার্থীরা জড় হতে থাকে। ধানমন্ডি ২৭ নম্বরে, বনানী ও সিদ্ধিশরীর মোড়ে দুপুর ১২টা থেকে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া সাভারের ৩টি বেসরকারি মেডিক্যালে, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী এবং সিলেটেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More