ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। আইনি বাধ্যবাধকতা থাকার জন্য আগামী মার্চেই ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু করতে হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার দুপুরে সার্ভার স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিং কালে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আইন পরিবর্তন হওয়ায় নির্বাচনের আচরণ বিধি সংশোধণ করতে হবে। ইতিমধ্যেই সংশোধিত আচরণ বিধি ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মার্চ, মে ও জুন এই তিন মাসের মধ্যেই সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে চায় কমিশন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশন সচিব বলেন, বর্তমান প্রেক্ষাপটে কমিশনের নিজস্ব জনবল দিয়ে নির্বাচন করার ধারনা অবাস্তব। প্রায় ৭/৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনে দায়িত্ব পালন করে। সেই সাথে আছে বিপুল পরিমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম, রংপুর জেলা নির্বাচনী অফিসার জি এম মাহাতাব উদ্দিন, গাইবান্ধা জেলা নির্বাচনী অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক, পলাশবাড়ী উপজেলা নির্বাচনী অফিসার শাহীনুর আলম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনী অফিসার ফেরদৌস আলম প্রমুখ।
Prev Post