ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হোয়াইট হাউজের আয়োজনে এক সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংস উগ্রবাদের বিরুদ্ধে হোয়াইট হাউজের এই সম্মেলনে অংশ নিতে জন কেরির আমন্ত্রণে মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে মাহমুদ আলীর।
২০১৪ সালের ৫ জানুয়ারি প্রধান বিরোধী দল বিএনপিসহ নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ২৮টির বর্জনের মধ্যদিয়ে অনুষ্ঠিত একতরফা নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম যুক্তরাষ্ট্র সফর।
এতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে সৃষ্ট অচলাবস্থার বিষয়টিও এতে স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।