[ads1]রাজধানীর গুলশান ২ নম্বরের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা টেলিভিশন চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘কিছু কিছু চ্যানেলতো কথাই শুনতে চায় না। কারা কারা কথা শোনেনি, আমি মনে রেখেছি। এসব চ্যানেল আমার হাতে দেয়া। আমি যেমন দিতে পেরেছি, তেমন নিতেও পারি।’
শনিবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যখন অভিযানের প্রস্তুতি নিচ্ছি টেলিভিশন চ্যানেলগুলো সব দেখিয়ে দিচ্ছে। সরাসরি সম্প্রচারগুলো এমন যে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাক পরছে তাও দেখানো হচ্ছে। কারা কোথায় অবস্থান নিয়েছেন তাও দেখানো হচ্ছে।’[ads2]
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘যারা এগুলো সম্প্রচার করছেন তারা কি ভাবেন না, যারা জিম্মি করেছেন তারাও এসব দেখছেন। সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে।’ বিজিবির অপারেশনেও একই ঘটনা ঘটেছিল বলেও যোগ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশন চ্যানেল মালিক ও সংশ্লিষ্টদের এধরনের অপারেশন সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে সতর্ক হওয়ারও আহ্বান জানান।
এসব ঘটনা নিয়ে টেলিভিশন চ্যানেলগুলোতে হওয়া আলোচনা-সমালোচনা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার পর টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। একথা-সেকথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলানো হয়। কেন?’