রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার রায়ে মুফতি হান্নানসহ ৮ জনের ফাঁসি এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগারে থাকা মুফতি আব্দুল হান্নানসহ ৯ আসামিকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ১৬ জুন দুপুরে বিচারক রুহুল আমিন এই দিন ধার্য করেন। ১৩ বছর আগে দায়ের করা এই মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে গত ২৮ মে রায় ঘোষণার জন্য ১৬ জুন সোমবার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু রায় লেখা সম্পন্ন করতে না পারায় বিচারক তা পিছিয়ে আজ সোমবার দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এই বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হন। এ হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়। এদের মধ্যে মুফতি হান্নানসহ ৯ আসামি কারাগারে রয়েছেন।