রোববার বসছে সংসদ

0

sangsod[ads1]টানা ১৬ দিন বিরতির পর রোববার ফের বসছে দশম জাতীয় সংসদের চলমান এগারতম অধিবেশনের মুলতবি বৈঠক। গত ৩০ জুন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাসের পর পবিত্র ঈদুল ফিতরের জন্য মুলতবি রাখা এই অধিবেশন চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। এই ক’দিনে পাস হবে গুরুত্বপূর্ণ বেশকিছু বিল।
সংসদ সচিবালয় জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দ্বিতীয় মেয়াদের এই সংসদের তৃতীয় বাজেট অধিবেশন এটি। রমজানের কারণে শুরু থেকে মুলতবি রাখা পর্যন্ত সময়ে প্রতিদিন অধিবেশন বসতো সকাল সাড়ে ১০টায়। তবে রোববার থেকে শুরু হওয়া অধিবেশন প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।
এর আগে গত ১ জুন শুরু হয় দীর্ঘমেয়াদী এই অধিবেশন। পুরো এক মাস আলোচনা শেষে ৩০ জুন কণ্ঠভোটে পাস হয় ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার মেগা বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৪৫তম, আওয়ামী লীগ সরকারের ১৭তম ও বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া ১০ম বাজেট।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More