শনিবার নীলফামারী সফরে যাবেন সেতুমন্ত্রী

0

obaidul kaderশনিবার নীলফামারী সফরে যাবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেদিন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ ছাড়াও জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।
নীলফামারী জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার সকালে আকাশপথে রওনা হয়ে ১১টা ১৫মিনিটে ডিমলারানী বৃন্দা রানী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি।
সকাল সাড়ে ১১টায় ডিমলা সদর ইউনিয়নে নবনির্মিত খোকসাঘাট সেতু উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।
নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর জেতি প্রু জানান, কর্মসুচীতে অংশগ্রহণ শেষে দুপুর ২টা ১মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক ও জনপথ বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী জানান, সওজের তত্ত্বাবধানে ১শ’ সাড়ে সাত মিটার দৈর্ঘের খোকসাঘাট সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। ১৯৯৮ সাল থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ২০১৫ সালে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।
প্রথমে ইউনুস ব্রাদার্স, পরে রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন এবং সবশেষ ইসলাম ব্রাদার্স সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করেন বলে জানান নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More