সমকামিদের জন্য সহানুভুতি নয়,সমকামিতা ফৌজদারি অপরাধ,নিশা দেশাইকে স্বরাষ্ট্রমন্ত্রী

0

Lesboঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের কাছে সমকামিতাকে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে নিশা দেশাই ছাড়া মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ যুক্তরাষ্ট্র সরকারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা অংশ নেন।

নিশা দেশাইকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমকামিতা আনন্যাচারাল সেক্স (অস্বাভাবিক যৌনকর্ম)।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও নিহত ব্লগারদের লিখিত বিভিন্ন বিষয়বস্তু (কনট্যান্ট) তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সমকামিতা আমাদের সমাজ, আইন ও ধর্ম কোনোভাবেই অনুমোদন করে না। এটি একটি ফৌজদারি অপরাধ।’

বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘নিশা দেশাই নিহত জুলহাজ মান্নানের হত্যাকাণ্ডকে এ দেশে বসবাসরত মার্কিন নাগরিকদের হত্যার আগাম সতর্কসংকেত কি না জানতে চেয়েছেন। আমি জবাবে বলেছি যে, প্রতিটা হত্যাকাণ্ডের পরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অনুসন্ধান করছি। অনেক অপরাধীকে আমরা ধরেছি। পুলিশের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। এ দেশে বসবাসরত প্রত্যেক বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে একটি চক্র দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের মূলোৎপাটন করতে পেরেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যদি আগাম কোনো তথ্য থাকে তাহলে আমাদের দিয়ে সহযোগিতা করার জন্য আমি নিশা দেশাইয়ের প্রতি অনুরোধ জানিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন ব্লগে ব্লগারদের লেখা কিছু কনট্যান্ট আমি নিশা দেশাইকে দিয়ে বলেছি যে, এ ধরনের লেখা কোনো ধর্মই অনুমোদন করে না। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার অধিকার অন্য কারো নেই। এ ধরনের লেখা যেই লিখবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন। ধর্মকে কটাক্ষ করে ব্লগারদের লেখাগুলোকে আমরা যেভাবে ঘৃণা করছি। একইভাবে তাদের হত্যা করাটাও গ্রহণযোগ্য নয়। হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তবে ব্লগারদেরও আরো সংযত হওয়ার জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই।’

সমকামীদের অধিকার আদায়ের জন্য জুলহাজ মান্নান দুই বছর কাজ করেছেন। সরকার আগে তাঁর কাজে বাধা দেয়নি কেন? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আগে আমাদের নজরে এভাবে আসেনি।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More