সিটি নির্বাচনে ইসি সরকারের পক্ষে কাজ করেছে: নাগরিক ঐক্য

0

Nagorik Oikkoঢাকা: বিগত জাতীয় নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচনেও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে সরকারের পক্ষে কাজ করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের বক্তারা।

তারা বলেন, শুরু থেকেই নির্বাচনে ক্ষমতাসীনদের সুযোগ করে দেওয়ার পরিকল্পিত ব্যবস্থা নেওয়ার প্রমাণ ঢাকা উত্তরের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে ষড়যন্ত্রমূলক মামলায় আটক করা হয়।

সোমবার বিকেলে রাজধানীর ২২/১ তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরীর এক সভায় নেতারা এ মন্তব্য করেন।

অ্যাডভোকেট ফজলুল হক সরকারের সভাপতিত্বে সিটি নির্বাচনোত্তর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, সরকারি প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যেভাবে আচরণবিধি লঙ্ঘন, প্রতিপক্ষের ওপর হামলা-ভয়ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্র দখল ও অবাধে জাল ভোট দেওয়া হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, গণমাধ্যম কর্মী ও নির্বাচন পর্যবেক্ষকদেরও নজিরবিহীনভাবে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে পুলিশ ও প্রশাসন যাচ্ছেতাইভাবে সরকার সমর্থকদের স্বার্থ সিদ্ধি নিশ্চিত করেছে।

সভায় নেতারা ষড়যন্ত্রমূলক মামলায় আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সু-চিকিৎসা ও ডিভিশন না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করার পদক্ষেপ নেওয়ার কথা বলে। উল্লেখ্য স্বৈরাচারী এরশাদ আমলেও কারাগারে মাহমুদুর রহমান মান্নাকে ডিভিশন দেওয়া হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More